খেয়াল করলাম শেয়ার বাজার নিয়ে তেমন লেখালেখি চোখে পড়েনা। ভাবলাম, একটু ঘাঁটাঘাঁটি করে দেখলে কেমন হয়? শেয়ার বাজার জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, যদিও এখানে রিস্ক অনেক বেশি। তাই আজকে ভাবলাম, "湘电股份" (Xiangdian Gufen) নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি।
শুরুটা যেভাবে হলো
প্রথমে ভাবলাম, এই কোম্পানির শেয়ারের দামটা কেমন চলছে, সেটা দেখা যাক। গুগলে সার্চ দিতেই কয়েকটা রেজাল্ট পেলাম।
ডেটা কালেকশন
বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু ডেটা জোগাড় করলাম। যেমন:
- কোম্পানির আজকের দাম, সর্বোচ্চ দাম, সর্বনিম্ন দাম, কতগুলো শেয়ার বেচা-কেনা হয়েছে, এইসব আর কি!
- কোম্পানিটা আসলে কী করে, কোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সেটাও একটু দেখলাম। দেখলাম, এরা নাকি "ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি", "ইলেকট্রিক মোটর", আর "ইলেকট্রিক কন্ট্রোল" নিয়ে কাজ করে।
- কিছু সাইটে দেখলাম, এই শেয়ার নিয়ে মানুষের মতামত কী। কেউ বলছে, শেয়ারটা নাকি ভালো না, কেউ বলছে মোটামুটি।
- আরেক জায়গায় দেখলাম, শেয়ারটার দাম বাড়া-কমার গ্রাফ।
একটু অ্যানালাইসিস
ডেটাগুলো দেখে যা বুঝলাম:
- দাম-দর: দেখলাম, শেয়ারের দাম খুব একটা স্থির না, ওঠা-নামা করছে। আজকের দিনেই সর্বোচ্চ আর সর্বনিম্ন দামের মধ্যে বেশ খানিকটা ফারাক দেখলাম।
- ভলিউম: শেয়ার কেনা-বেচার পরিমাণটাও নেহাত কম না। কয়েক লাখ শেয়ার লেনদেন হয়েছে।
- মতামত: একেকজন একেক কথা বলছে। কেউ বলছে, শেয়ারটা কিনে রাখা যায়, কেউ বলছে, এখন না যাওয়াই ভালো।
- ট্রেন্ড: কিছু সাইটে দেখলাম, শেয়ারটার দাম বাড়া-কমার গ্রাফ। স্বল্প মেয়াদে শেয়ারের দাম কমতির দিকে।
আমার ভাবনাচিন্তা
সব মিলিয়ে আমার যা মনে হলো, শেয়ারটা বেশ রিস্কি। দাম ওঠা-নামা করছে, মানুষের মতামতও মিশ্র। তাই ভাবলাম, এখনই এই শেয়ারে ইনভেস্ট করা ঠিক হবে না। আরও কিছুদিন দেখা যাক, মার্কেট কোন দিকে যায়।
শেষমেশ, শেয়ার বাজারে বুঝে-শুনে পা ফেলাই ভালো। তাড়াহুড়ো করে কিছু করতে গেলে ধরা খাওয়ার চান্স বেশি।
还没有评论,来说两句吧...