খেয়াল করলাম আজকে একটুখানি তামার বাজারটা দেখতে হবে। ভাবলাম, দেখি তো LME য়ে তামার দামটা এখন কত চলছে।
শুরু করলাম যেভাবে
প্রথমে ভাবলাম, কোন জায়গা থেকে ডেটা পেলে ভালো হয়? হাতের কাছে যা পেলাম, সেখানেই খুঁজতে শুরু করলাম। কয়েকটা সাইটে দেখলাম, কিন্তু মন ভরলো না।
ডেটা খোঁজাখুঁজি
একেক জায়গায় একেক রকম তথ্য। কোথাও দেখলাম, LME তে তামার দাম 9298.50 ডলার, কোথাও আবার দেখলাম 9365.00 ডলার। আরে বাবা, এতো পার্থক্যের কারণ কী? খুঁজতে খুঁজতে বুঝলাম, একটা হলো আজকের দাম, আর অন্যটা হলো কালকের দাম।
কিছু সাইটে দেখলাম, দাম বাড়ছে, কোথাও দেখলাম কমছে। যেমন, একটা জায়গায় দেখলাম, দাম বেড়েছে 76.00 ডলার, মানে 0.82% বেড়েছে।
আরও গভীরে গেলাম
আরও কিছু সাইটে দেখলাম, শুধু দাম নয়, আরও কত কী তথ্য! যেমন, আজকের দিনের সর্বোচ্চ দাম, সর্বনিম্ন দাম, কত তারিখে ডেটা নেওয়া হয়েছে, সব দেওয়া আছে। একটা জায়গায় দেখলাম, "লেনদেন চলছে: 2025-02-07 02:00:42"।
- আজকের দিনের শুরুর দাম: 9280.00
- আগের দিনের শেষের দাম: 9270.00
- সর্বোচ্চ দাম: 9350.00
- সর্বনিম্ন দাম: 9258.50
বিভিন্ন জায়গার ডেটা
আরও দেখলাম, একেক জায়গায় দামটা একেক মুদ্রায় দেখাচ্ছে। কোথাও ডলারে, কোথাও আবার অন্য মুদ্রায়। একটা জায়গায় দেখলাম, হংকংয়ের মুদ্রায় দাম দেখাচ্ছে 43,540.00।
বুঝলাম ব্যাপারটা
আসলে, তামার দাম তো প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তাই, বিভিন্ন সময়ে দেখলে, বিভিন্ন ডেটা পাওয়া যাবে। আর, একেক জায়গা একেক সময়ে ডেটা সংগ্রহ করে, তাই তথ্যের মধ্যেও পার্থক্য থাকে।
তবে, মোদ্দা কথা হলো, তামার দাম এখন বেশ চড়া। যারা তামা নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
还没有评论,来说两句吧...