খেয়াল করলাম ইদানিং শেয়ার বাজারে একটা টার্ম নিয়ে খুব মাতামাতি হচ্ছে, সেটা হলো "ক্রাইসিস বোর্ড ৫০ইটিএফ"। ভাবলাম, আমিও একটু ঘাঁটাঘাঁটি করে দেখি ব্যাপারটা কী। আজকে সেই নিয়েই আমার আজকের এই লেখা।
খোঁজ খবর শুরু
প্রথমে ভাবলাম, কোথথেকে শুরু করা যায়? গুগল তো আছেই! সার্চ করলাম "ক্রাইসিস বোর্ড ৫০ইটিএফ স্টক লিস্ট"। কয়েকটা রেজাল্ট আসলো, কিন্তু মন ভরলো না। কেমন যেন সব টেকনিক্যাল কথাবার্তা, সাধারণ মানুষের বোঝার উপায় নেই।
বিশদে যাওয়া যাক
আরও ঘাঁটতে ঘাঁটতে দেখলাম, অনেকে "ক্রাইসিস বোর্ড ৫০" আর "ক্রাইসিস বোর্ড ৫০ইটিএফ" নিয়ে আলোচনা করছে। দুটোর মধ্যে পার্থক্য কী? বুঝলাম, "ক্রাইসিস বোর্ড ৫০" হলো একটা সূচক, যেখানে ৫০টা কোম্পানি আছে। আর "ক্রাইসিস বোর্ড ৫০ইটিএফ" হলো একটা ফান্ড, যেটা ঐ সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে।
একটা জায়গায় দেখলাম, "ক্রাইসিস বোর্ড ৫০ইটিএফ (১৫৯৯৪৯)" নিয়ে খুব আলোচনা হচ্ছে। ভাবলাম, এটাই হয়তো আসল জিনিস! আরও খুঁজতে খুঁজতে দেখলাম, এই ফান্ডটার দাম ওঠা-নামা করে। মানে, লাভ-লোকসান দুটোই হতে পারে।
- কয়েকটা শেয়ার
তারপর দেখলাম, এই ফান্ডের মধ্যে কোন কোন কোম্পানির শেয়ার আছে। আরেব্বাস! চেনা চেনা নাম - নিংদে টাইমস, কুনলুন, টাইগার মেডিসিন... আরও কত কী! বুঝলাম, এই ফান্ডে বিনিয়োগ করলে, একসঙ্গে অনেকগুলো কোম্পানিতে বিনিয়োগ করা হয়ে যাবে।
শেষমেশ যা বুঝলাম
সব মিলিয়ে, ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। শেয়ার বাজার নিয়ে আমার তেমন জ্ঞান নেই, তবে এইটুকু বুঝলাম, "ক্রাইসিস বোর্ড ৫০ইটিএফ" একটা সহজ উপায় হতে পারে, একসঙ্গে অনেকগুলো ভালো কোম্পানিতে বিনিয়োগ করার।
তবে হ্যাঁ, বিনিয়োগ করার আগে নিজে ভালো করে খোঁজখবর নেওয়া দরকার। কারণ, শেয়ার বাজারে লাভ-লোকসান দুটোই হতে পারে।
还没有评论,来说两句吧...